আবারও দক্ষিণী ছবিতে অভিনয় করতে চলেছেন দীপিকা পাডুকোন। 'সংঘমিত্রা' একটি বড় বাজেটের সিনেমার তিনি চুক্তিবদ্ধ হতে চলেছেন। ছবিটির পরিচালনা করবেন তামিল পরিচালক সুন্দর।
সূত্রের খবর, সংঘমিত্রা সিনেমাটি সাম্প্রতিক দক্ষিণী ছবিগুলোর মধ্যে সবচেয়ে বড় বাজেটের হতে চলেছে। এমনকি ছাপিয়ে যাবে ‘এনথিরান’ ও ‘বাহুবলি: দ্য বিগিনিং’-কেও।। শুধু দীপিকা নন, সিনেমায় থাকতে পারেন তামিল ও তেলেগু সিনেমার নামী অভিনেতারাও। তবে মুখ্য ভূমিকায় থাকবেন দীপিকা।
এর আগে, তিনি ২০১৪ সালে রজনীকান্তের সঙ্গে ‘কোচিদায়ান’ সিনেমায় অভিনয় করেছেন। ওই ছবির পরিচালক ছিলেন রজনীকান্তের মেয়ে সৌন্দর্য্য।
বিডি-প্রতিদিন/০২ অক্টোবর, ২০১৬/মাহবুব