ঈদুল আজহায় ববি অভিনীত ছবি ‘ওয়ান ওয়ে’ মুক্তির কথা ছিল। শেষ পর্যন্ত সেই গুঞ্জন সত্যি হয়নি। তবে ববি ভক্তরা অচিরেই তাদের প্রিয় তারকার ছবিটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। আগামী ২২ অক্টোবর যে মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ছবিটির।
ব্যতিক্রমী গল্পের ছবি 'ওয়ান ওয়ে'তে ববির সঙ্গে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও বাপ্পি সাহা। ইফতেখার চৌধুরীর পরিচালনায় এই ছবিতে গডফাদারের ভূমিকায় দীর্ঘদিন পর অভিনয় করেছেন ড্যানি সিডাক।
ছবিটি প্রসঙ্গে জানতে চাইলে ববি বলেন, ‘ব্যতিক্রমী গল্পের ছবি ওয়ান ওয়ে। মুক্তির তারিখ চূড়ান্ত করা হয়েছে। আশা করি নির্ধারিত তারিখেই এবার ছবিটি নিয়ে দর্শকদের সামনে হাজির হব। এটা নিয়ে বিশেষ আর কিছু বলার নেই। শুধু এতটুকু বলব, ছবিটি দর্শকদের মনের খোরাক জোগাতে সক্ষম হবে।
বিডি-প্রতিদিন/০২ অক্টোবর, ২০১৬/মাহবুব