রূপসজ্জাকার (মেকআপ আর্টিস্ট) ফারুক হোসেন আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ রবিবার দুপুর ১টা ৪৬ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহে...রাজেউন)। 'পৌষ ফাগুনের পালা', 'বন্ধন ইত্যাদি অনেক জনপ্রিয় টেলিভিশন নাটকে রূপসজ্জাকার হিসেবে কাজ করেছেন ফারুক ভাই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
এছাড়া নির্মাতা সুমন ধরের প্রথম চলচ্চিত্র ‘অমি ও আইসক্রিমঅলা’, টিভি প্রোডাকশন ‘তপুর সাইকেল’, ‘ধুপি কমলি বালার বেনারসি’, ‘বালি’, ‘পৃথিবীর পথে’, ‘পানা ফুল ধুতরা ফুল’ ইত্যাদির সাথেও জড়িয়ে রয়েছে ফারুক হোসেনের নাম।
বিডি-প্রতিদিন/ ০২ অক্টোবর, ২০১৬/ আফরোজ