দুই বন্ধুকধারীর হাতে জিম্মি হওয়ার খবর প্রকাশ হলেও প্যারিসের পুলিশ জানিয়েছে, ডাকাতির শিকার হয়েছেন মার্কিন টিভি অভিনেত্রী কিম কার্দেশিয়ান। এ ঘটনায় কমপক্ষে পাঁচ ব্যক্তি জড়িত ছিলেন। এতে কিমের সঙ্গে থাকা লাখ লাখ টাকার জুয়েলারি নিয়ে গেছে ওই ব্যক্তিরা। তবে কিম শারীরিকভাবে কোনো ক্ষতির শিকার হননি। খবর বিবিসির।
প্যারিসের পুলিশ জানিয়েছে, এ নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।
ফ্যাশন সপ্তাহ উপলক্ষ্যে কয়েকদিন ধরে প্যারিসে অবস্থান করছিলেন কিম। সঙ্গে ছিল তার দুই সন্তান। কিমের মা ও বোনেরা তার সফরসঙ্গী ছিলেন। তবে তারা ডাকাতদলের দ্বারা ক্ষতির শিকার হয়েছেন কী না তা জানা যায়নি।
ঘটনা সময় আমেরিকায় কনসার্ট নিয়ে ব্যস্ত ছিলেন কিমের স্বামী কেনে ওয়েস্ট। খবর শোনা মাত্রই 'পারিবারিক ইমার্জেন্সির' কথা বলে কনসার্ট স্থগিত করেন তিনি।