অমিতাভ বচ্চনের প্রশ্ন শুনেই কেঁদে ফেলেছিলেন তাপসী পান্নু। তবে সেটা বাস্তবে নয়, পর্দায়। সম্প্রতি মুক্তি পাওয়া ছবি ‘পিঙ্ক’-এর এই দৃশ্যটি দেখে কেঁদেছেন অনেকেই।
এক নারী দর্শক তাপসীকে ট্যুইট বার্তায় বলেছেন, ‘আপনি অনেকের জীবনে বদল এনেছেন। অনেকের চিন্তার পরিবর্তন এনেছেন।’ সেই দর্শক আরও লিখেছেন, ‘আপনি নারীদের আরও শক্তিশালী করেছেন। তাদের নিজেদের নিয়ে ভাবতে বাধ্য করেছেন। সমাজের মন্দ জিনিসগুলো নিয়ে লড়তে প্রেরণা জুগিয়েছন।
পাল্টা ট্যুইট বার্তায় তাপসী লিখেছেন, ‘এই মন্তব্য আমার চোখ ভিজিয়ে দিয়েছে। তাই তো আমরা বলছি 'পিঙ্ক' এখন একটা আন্দোলন হয়ে দাঁড়িয়েছে। আসুন আমরা সকলে এই আন্দোলনের অংশীদার হই।’
বিডি-প্রতিদিন/ ০৩ অক্টোবর, ২০১৬/ আফরোজ