গানের চেয়ে বিতর্কিত কর্মকাণ্ড ও ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন কানাডিয়ান পপস্টার জাস্টিন বিবার। এবার ভক্তকে মেরে খবরের শিরোনাম হলেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, সম্প্রতি বার্সেলোনা ট্যুরে যাওয়ার পথে এক ভক্তকে ঘুসি মেরেছেন তিনি।
বিবারের গাড়িটি বেশ ধীরে চলছিল। রাস্তায় দাঁড়িয়ে থাকা ভক্ত-শুভাকাঙ্খীদের অভিবাদনের জবাব দিচ্ছিলেন। এসময় তার গাড়ির গ্লাসটি ছিল খোলা। এক তরুণ গ্লাস দিয়ে হাত ঢুকিয়ে বিবারকে স্পর্শ করার চেষ্টা করেন। তখনই আচমকা ভক্তকে ঘুষি মারেন তিনি। প্রিয় তারকার মার খেয়ে হকচকিয়ে যান ওই ভক্ত। যেন কিছুতেই বিশ্বাস হচ্ছিল না তার। পরে ঠোঁটে হাত দিয়ে দেখেন যেখান থেকে ঝরঝর করে রক্ত পড়ছে।
বিডি প্রতিদিন/২৩ নভেম্বর, ২০১৬/ফারজানা