এতদিন পর্যন্ত বিগ বসের বাড়ি মানেই ছিল কথা কাটাকাটির আখড়া! এর সঙ্গে তার ঝগড়া, মনোমালিন্য, খারাপ কথার বন্যা, এমনকি হাতাহাতি পর্যন্ত। কিন্তু, সাবেক পর্নস্টার সানি লিওন বিগ বসের বাড়িতে পা দেওয়ার পরেই বদলে গেল চেনা ছবিগুলো।
সানি লিওন থাকবেন, আর আলোচনায় থাকবেন না, সেটা কি হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। আর এতেই মূলত বিগ বসের চিরচেনা ধারণাটা পাল্টে গেছে। বলিউড তারকা সানি লিওনের মন জয় করতে প্রতিযোগিতায় এক অংশগ্রহণকারীর প্রচেষ্টাই বদলে দিল সবকিছু।
আসলে শর্ত ছিল, প্রতিযোগীদের সানি লিওনের মন জয় করার জন্য কিছু একটা করতে হবে। সেই জন্য তিন প্রতিযোগী- লোপামুদ্রা রাউত, মনু পাঞ্জাবি আর রোহান মেহরা নামলেন তাদের উদ্দেশ্যে সফল করতে। যদিও শেষ হাসিটা হাসলেন লোপামুদ্রাই! বিগ বস-এর বাড়িতে আগুন ধরাল তার পোল ঘিরে ডান্সের লাস্য।
আচমকা পোল ডান্স কেন? সানি লিওনকে অভিভূত করার জন্য লোপামুদ্রা বেছে নিয়েছিলেন তারই এক গান- দো টাকিলা শট! তার সঙ্গে অন্য প্রতিযোগীদের মাত দেওয়ার জন্য সাহায্য নিয়েছিলেন পোল ডান্সের। ফলাফল? আর কী! প্রায় আগুন লাগল বিগ বস-এর ঘরে। আর মন জিতে নিলেন সাবেক পর্নস্টারের।
বিডি-প্রতিদিন/২৩ নভেম্বর, ২০১৬/মাহবুব