সন্তানের আর্থিক সুরক্ষা দেয়া ও শাসন করার দায়িত্ব বাবার। আর মায়ের দায়িত্ব সহজাত সুলভ মমতা দিয়ে সন্তানকে আগলে রাখা, বড় করে তোলা। সমাজের ছাঁচে ঢালা নিয়মনীতি অন্তত তাই বলে। কিন্তু শহীদ কাপুর এসব মানতে রাজি নন। শুধু বাবার দায়িত্বই নয়, মায়ের দায়িত্ব পালন করা শুরু করেছেন। একমাত্র মেয়ে মিশাকে তিনি এমনভাবে আগলে রাখছেন যে, নিন্দুকেরাও পর্যন্ত বলছেন এভাবে তার স্ত্রী মিরাও পারতোও না।
সম্প্রতি সন্তানসহ শহীদ-মিরা দম্পতিকে দেখা যায় মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে। স্ত্রী মিরা আগে আগে হাঁটছিলেন। হাতে সেলফোন ছাড়া কিছুই ছিল না তার। পেছনে শহীদ, কোলে তিন মাসের মেয়ে মিশা। ওই সময় শহীদ এমনভাবে মেয়ের মুখ লুকিয়েছেন যে একটা ছবি পর্যন্ত তোলা যায়নি।
এর আগে দেয়া বিভিন্ন সাক্ষাৎকারে শহীদ জানিয়েছেন, সন্তান জন্মের পর তার জীবনটাই বদলে গেছে। আগে কাজের নেশায় ছুঁটতেন। এখন কাজ থেকে পালাতে পারলেই বাঁচেন। একবার ঘরে ঢুকলেই আর তার বের হতে ইচ্ছে করে না। কারণ তার মনে হয় মেয়ে মিশার এটা পছন্দ নয়। মিশা চায়, বাবা সারাদিন তার সঙ্গেই থাকুক!
বিডি প্রতিদিন/২৩ নভেম্বর, ২০১৬/ফারজানা