‘পদ্মা পাড়ের পার্বতী’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘ভোলা তো যায় না তারে’ সিনেমাটি বড় পর্দা কাঁপিয়ে এবার অফিসিয়ালি মুক্তি পেল ইউটিউবে। গত ১৯ নভেম্বর বঙ্গবিডির চ্যানেলেও ছবিটি প্রকাশ করা হয়।
সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন বর্তমানে টালিউড এবং ঢালিউডের অন্যতম জনপ্রিয় তারকা নিরব এবং তানহা। এ ছাড়াও সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হিল্লোল, সুব্রত, মাসুম আজিজ, একা, লীনা আহমেদ প্রমুখ। ছবিটি দেশজুড়ে মুক্তি পেয়েছিল চলতি বছরের ১৮ মার্চ।
ছবিটি ইউটিউবে মুক্তি প্রসঙ্গে পরিচালক রফিক শিকদার বলেন, ‘অনেক স্বপ্ন নিয়ে ছবিটি নির্মাণ করেছিলাম। প্রত্যাশা অনুযায়ী মন্দার বাজারে বেশ ভালোই সাড়া ফেলেছিল রোমান্টিক গল্পের ‘ভোলা তো যায় না তারে’ ছবিটি। এবারে ইউটিউবের দর্শকদের জন্য ছবিটি বঙ্গবিডির ইউটিউব চ্যানেলে মুক্তি দেয়া হলো। আশা করছি, যারা হলে গিয়ে দেখতে পারেননি তারা এবার খুব সহজেই দেখার সুযোগ পাবেন।’
বিডি প্রতিদিন/ ২৩ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১৭