পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা গৌতম ঘোষের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন শত্রুঘ্ন সিনহা। কিন্তু বিশ্বজয়ী বাঙালি নির্মাতা সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করতে পারেননি। জানালেন, এ বিষয়টি নিয়ে সারা জীবন আফসোস থেকে যাবে তার। ৪১তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার চতুর্থ সাহিত্য উৎসবে এভাবেই নিজের আবেগ ব্যক্ত করলেন বলিউডের প্রভাবশালী এ অভিনেতা।
শত্রুঘ্ন সিনহা বলেন, সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করতে না পারার আপসোস থেকে যাবে সারাজীবন। তার সঙ্গে আমার কাজ করার কথা প্রায় পাকা হয়ে গিয়েছিল। সেই ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করার কথা ছিল আমার। কিন্তু কোনও কারণে সেটা আর হয়ে ওঠেনি।
তরুণ অভিনেতার উদ্দেশ্যে শত্রুঘ্ন সিনহা বলেন, সবসময় নিজস্বতা বজায় রেখে নিজের কাজ করে যাওয়া উচিত। এই প্রতিযোগিতামূলক দুনিয়ায় সবসময় সেরার থেকেও সেরা হয়ে ওঠার চেষ্টা চালিয়ে যাওয়া দরকার। আর এটাই তার জীবনীগ্রন্থ 'এনিথিং বাট খামোশ'-এর মূল বক্তব্য।
বিডি প্রতিদিন/২৮ জানুয়ারি, ২০১৭/ফারজানা