চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেছেন, আমাদের চলচ্চিত্রে গল্প আছে, সমস্যা প্রযোজকের। বেশিরভাগ প্রযোজকরা চায় নিজ দায়িত্বে গল্পের ব্যবহার করতে।
শনিবার সকালে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স হলে আয়োজিত 'চলচ্চিত্র কোথায় দাঁড়িয়ে' শিরোনামের শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোরের যৌথ উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, প্রযোজকরা ইচ্ছেমতো চরিত্র ও কাহিনী বিন্যাসও তারা করে থাকে। অথবা বলেন, অমুক ভাই বা তমুক ভাইয়ের কাহিনী দেখাতে। এজন্যই গল্প ভালো থাকা সত্ত্বেও প্রযোজকের হস্তক্ষেপের কারণে ছবি ভালো হচ্ছে না।
সামিয়া রহমানের সঞ্চালনায় এতে উপস্থিত আছেন ছটকু আহমেদ, মুশফিকুর রহমান গুলজার, আমজাদ হোসেন, ওমর সানি, বদিউল আলম কোকন, অভিনেতা ফারুক খান, অমিতাভ রেজা।
বিডি প্রতিদিন/২৮ জানুয়ারি, ২০১৬/ফারজানা