ফজলুর রহমান বাবুর তিনটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। এগুলো হল বদরুল আনাম সৌদ এর পরিচালনায় 'গহিনে বালুচর', তৌকির আহমেদের 'হালদা', গিয়াস উদ্দিন সেলিমের 'স্বপ্ন জাল'। এরমধ্যে 'গহিনে বালুচর' ছবিটিতে গানও গেয়েছেন বাবু।
ইমরান হোসেন ইমুর পরিচালনায় 'ছুপার সিক্স', সঞ্জীব সরকারের পরিচালনা ও বৃন্দাবন দাসের রচনায় 'মজনু পাগল নহে', বৃন্দাবন দাসের রচনা ও সাগর জাহানের পরিচালনায় 'হাট খোলা' নাটকগুলোতে অভিনয় শুরু করেছেন ফজলুর রহমান বাবু। এছাড়া তার একাধিক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে।
সম্প্রতি 'অন্ত্যেষ্টিযাত্রা' নাটকের জন্য লাক্স আরটিভি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ফজলুর রহমান বাবু।
বিডি প্রতিদিন/৩১ জানুয়ারি, ২০১৭/ফারজানা