বারবার বিতর্কে যেমন জড়ান, তেমনই মানবিকতারও পরিচয় দেন বলিউড সুপারস্টার সালমান খান। এজন্য ড্রাইভারের ছেলের বিয়েতে হাজির হয়ে তিনি বুঝিয়ে দিলেন, রূপালি পর্দার তারকা হওয়া সত্ত্বেও তিনি ব্যক্তিগত সম্পর্ককে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। খবর এবিপি আনন্দের।
ড্রাইভার অশোক সিংহের ছেলের বিয়েতে সালমান ছাড়াও হাজির ছিলেন তার আসন্ন ছবি ‘টিউবলাইট’-এর সহ-অভিনেতারা। তারা খোশমেজাজেই ছিলেন। একসঙ্গে ছবিও তোলেন সবাই।
তবে বলিউডের একটি অংশ বলছে, সালমান কোনও কারণ ছাড়া ড্রাইভারের ছেলের বিয়েতে হাজির হননি। আদালতে এখনও তার বিরুদ্ধে মামলা ঝুলে আছে। সাজা এড়ানোর জন্য ড্রাইভারদের উপর নির্ভর করে আছেন সালমান খান। সেই কারণেই তিনি ড্রাইভারের ছেলের বিয়েতে হাজির হয়েছিলেন।
বিডি-প্রতিদিন/০১ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব