প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে সম্পর্কের ব্যাপারে মুখ খুললেন অক্ষয় কুমার।
অক্ষয় বললেন, ‘‘প্রিয়াঙ্কা এবং আমার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল না। ওর সঙ্গে পাঁচটা ছবি করেছি। তাই বন্ধুত্ব হয়েছিল। বলিউডের প্রায় সব হিরোইনের সঙ্গেই কাজ করেছি। প্রয়োজন হলে প্রিয়াঙ্কার থেকেও জেনে নিতে পারেন এ ব্যাপারে। তাহলে আপনারা নিশ্চিত হয়ে যাবেন।’’
ভবিষ্যতে ভাল সুযোগ পেলে আবার প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করতে চান বলেও জানিয়েছেন নায়ক।
২০০৪ সালে ‘অ্যায়তরাজ’ ছবির সময় থেকেই তাদের ঘনিষ্ঠতা বেড়েছিল। শোনা গিয়েছিল, টুইঙ্কেল খান্না এবং ডিম্পল কাপাডিয়ার হস্তক্ষেপেই পিছু হঠতে বাধ্য হয়েছিলেন অক্ষয়। যদিও অক্ষয় এবং প্রিয়াঙ্কা, দু’জনের কেউই সে সময় এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি। টুইঙ্কেলের কথাতেই তারপর থেকে প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করা বন্ধ করেছিলেন অক্ষয়।