খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে শচীনকে নিয়ে তৈরি সিনেমা। তামিল সুপারস্টার রজনীকান্ত আগেভাগেই টুইট করে শচীনকে শুভেচ্ছা জানিয়েছেন। বলিউডের বাদশাই বা পিছিয়ে থাকেন কেন! তিনিও শচীনকে আগাম শুভেচ্ছাবার্তা পাঠিয়ে দিলেন।
বিশেষ বার্তায় শাহরুখ খান বলেছেন, ‘তুমি যখন সাফল্য পাও, আমি অনুপ্রাণিত হই। সফলও হই। কিন্তু তুমি যখন ব্যর্থ হও, আমিও অন্ধকারে ডুবে থাকি।' শাহরুখের এই টুইটের অন্তত ৩১০০ লাইক পড়েছে। ১০০০টি রি টুইট এসেছে।
শাহরুখের এই টুইটের পরে শচীনও বসে থাকার পাত্র নন। তিনি পাল্টা জানিয়েছেন, ‘শব্দগুলো হৃদয় ছুঁয়ে গেল। হার থেকেই শিখতে হয়। হার-জিত সবার জীবনেই রয়েছে।’ শচীনের টুইটেরও অন্তত ৩০০০ লাইক পড়েছে। পাল্টা টুইটও এসেছে। জানা যায়, শচীনকে নিয়ে তৈরি সিনেমা আগামী ২৬ মে রিলিজ পাবে। সূত্র: আনন্দবাজার।
বিডি প্রতিদিন/এ মজুমদার