বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের 'বিসর্জন' ছবিটি ভারতে জাতীয় পুরস্কার পেয়েছে। এরপর থেকে তিনি টালিগঞ্জে আরও বেশি প্রশংসিত হচ্ছেন। তবে জয়া জানিয়েছেন এমন ভূয়সী প্রশংসা পেয়ে তার ভয় লাগছে!
আনন্দবাজারকে দেয়া সাক্ষাৎকারে জয়া বলেন, সকলেই খুব ভাল বলছেন। বিশেষ করে এই(কলকাতা) ইন্ডাস্ট্রির মানুষজন। তাতেই ভয় লাগছে। মনে হচ্ছে, আমি ঠিকঠাক এগোচ্ছি তো? অনেক দিন হল টালিউডে কাজ করছি। সকলের সঙ্গে আলাপ-বন্ধুত্ব হয়ে গিয়েছে। আমার যাতে খারাপ না লাগে তার জন্য এরা তো আমাকে ভাল বলবেনই। হয়তো সত্যিটা চেপে যাবেন। এটাতেই ভয় পাচ্ছি।
'বিসর্জন' নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া সম্পর্কে জয়া বলেন, আমরা সিনেমা হল ভিজিট করতে গিয়েছিলাম। দেখলাম, সাত-আট বছর পর অনেকে শুধু এই সিনেমাটা দেখবেন বলে হলে এসেছেন। এগুলো দেখে ভাল লাগে।
বিডি প্রতিদিন/২০ এপ্রিল, ২০১৭/ফারজানা