‘প্রিটি ওম্যান’ খ্যাত মার্কিন অভিনেত্রী জুলিয়া রবার্টস আবারও পেলেন সেরা সুন্দরীর খেতাব। পঞ্চমবারের মতো তার হাতে উঠলো পৃথিবীর অন্যতম সেরা সুন্দরীর শিরোপা। ৪৯ বছর বয়সে এমন এক রেকর্ড করে অভিভূত এই নন্দিত নায়িকা।
সম্প্রতি বিখ্যাত ম্যাগাজিন ‘পিপল’ থেকে জুলিয়া রবার্টসকে এই স্বীকৃতি দেয়া হলো। একই ম্যাগাজিনে এর আগেও চারবার সুন্দরীর তকমা জিতেছিলেন হলিউড অভিনেত্রী। ১৯৯১, ২০০০, ২০০৫, ২০১০ সালের পর এই বছরও একই ম্যাগাজিনের প্রচ্ছদে সেরা সুন্দরী নির্বাচিত হলেন তিনি।
এবারের জয়ের অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে জুলিয়া রবার্টস এক কথায় বলেন, ‘আমি অভিভূত!’ অন্যদিকে, শুধু সেরা সুন্দরীর খেতাবই নয়, অভিনেত্রী জুলিয়া অস্কারের মতো বিখ্যাত পুরস্কারও জিতেছেন।
সূত্র- ডেকান ক্রনিকলস
বিডি-প্রতিদিন/২১ এপ্রিল, ২০১৭/ওয়াসিফ