কিংবদন্তি সংগীতশিল্পী লাকী আখন্দ আর নেই। (ইন্নালিল্লাহি...রাজিউন)। শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন।
জানা যায়, দুপুরে অসুস্থ বোধ করলে তাকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সন্ধ্যা ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশের প্রখ্যাত এই সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়কের জন্ম ১৯৫৬ সালের ১৮ জুন। ১৯৮৪ সালে সারগামের ব্যানারে লাকি আখন্দের প্রথম সলো অ্যালবাম ‘লাকি আখন্দ’ প্রকাশ পায়। তিনি ব্যান্ড দল হ্যাপি টাচের সদস্য। তার সংগীতায়জনে করা বিখ্যাত গানের মধ্যে রয়েছে এই নীল মনিহার, আবার এলো যে সন্ধ্যা এবং আমায় ডেকো না-ফেরানো যাবে না।
বিডি প্রতিদিন/২১ এপ্রিল ২০১৭/হিমেল