ভারতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছেন বলিউডে 'ড্রিম গার্ল' হেমা মালিনী। গতকাল শুক্রবার সন্ধ্যায় ভারতের মুম্বাইয়ের সেইন্ট এন্ড্রু’স কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
ওমাং কুমার পরিচালিত 'সরবজিৎ' ছবিতে দালবীর কৌর চরিত্রে অভিনয়ের জন্য এ বছর দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছেন ঐশ্বরিয়া রাই। গত বছরের মে মাসে মুক্তি পাওয়া 'সরবজিৎ' ছবিতে আরও অভিনয় করেছিলেন রণদ্বীপ হুদা।
এ বছর কমেডিয়ান রাজু শ্রীবাস্তব, সঙ্গীতশিল্পী ফাল্গুনী পাঠককেও দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে।
বিডি প্রতিদিন/২২ এপ্রিল, ২০১৭/ফারজানা