‘আমার প্রেম আমার প্রিয়া’ সিনেমার প্রথম অফিশিয়াল পোস্টার আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ পেয়েছে। হালের আলোচিত অভিনেত্রী পরীমণি ও আরজু অভিনীত এ সিনেমাটি রোমান্টিক গল্পে নির্মিত হয়েছে। তার রেশ পাওয়া যায় পোস্টারেও।
পোস্টারটিতে দেখা যায়, নদীতে কলা গাছের ভেলায় পরীমণি ও আরজু বসা, পেছনে দ্বীপের মাঝে উঁচু পাহাড়। পরীমণির মুখে লাজুক হাসি, আরজু তার দিকে অপলক তাকিয়ে। পরীমণির পরনে হলুদ গাউন, আরজুর গায়ে ছাই রঙের উপর কালো চেকের জামা, ভিতরে কালো টি-শার্ট।
এই পোস্টারটি প্রকাশের মধ্য দিয়েই পরীমণি ও আরজুর প্রচারণা শুরু হয়েছে।
শামীমুল ইসলাম শামীম পরিচালিত এ সিনেমায় পরীমণি-আরজু ছাড়াও রয়েছেন দিবা, মিশা সওদাগর, আলীরাজ, ডন, রেবেকা, যাদু আজাদ প্রমুখ। প্রযোজনা করেছেন মোজাম্মেল হক খান।
বিডি প্রতিদিন/০৪ মে ২০১৭/এনায়েত করিম