রিলিজের দিন থেকেই বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দিয়েছে এস এস রাজামৌলির ম্যাগনাম ওপাস বাহুবলী: দ্য কনক্লুশন। প্রতিদিনই নতুন নতুন রেকর্ড তৈরি করে ফেলছে বাহুবলী-২।
বক্স অফিস ইন্ডিয়া ডটকম থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্রভাস, রানা দুগ্গাবতি, রামাইয়া অভিনীত মাত্র ৬ দিনেই পিছনে ফেলে দিয়েছে পি কে এবং দঙ্গলের সব রেকর্ডকে।
দ্বিতীয় উইকেন্ডের আগেই সারা বিশ্বব্যাপী বাহুবলী ২-এ বক্সঅফিস কালেকশন গিয়ে দাঁড়িয়েছে ৮০০ কোটি টাকায়। শুধুমাত্র ভারতেই এই ছবি ৬ দিনে ব্যবসা করেছে ৩৭৫ কোটি টাকা।
দেশে ও বিদেশে বাহুবলী ২-এর এই অসামান্য সাফল্যের পর শোনা যাচ্ছে চলতি মাসের শেষের দিকে জাপানি এবং চীনা ভাষায় ডাবিং করা হবে বাহুবলী ২।
সূত্র: এই সময়
বিডি প্রতিদিন/ ৪ মে, ২০১৭/ই-জাহান