বাহুবলি ২ ভারতের বাজার মাত করলেও চীনে শুরু আমির ঝড়। গতকাল সেখানে মুক্তি পেয়েছে দঙ্গল। প্রায় ৯ হাজার পর্দায় মুক্তি পায় ছবিটি। একসঙ্গে এতগুলো পর্দায় এর আগে কোনও ভারতীয় ছবি মুক্তি পায়নি।
চীনে আমির খান খুবই জনপ্রিয়। এক আগে তার থ্রি ইডিয়েটস, ধুম থ্রি রমরমিয়ে চলেছে। তবে সেইসব রেকর্ডকে পেছনে ফেলে দিয়েছিল পিকে। ৪ হাজার পর্দায় দেখানো হয়েছিল পিকে। আপ্লুত আমির বলেছিলেন, ‘চীনের মানুষ হয়ত ভেবেছেন, আমি তাদেরই লোক। এই সিনেমার মধ্যে যদি দুই দেশ কাছাকাছি আসে, তার থেকে ভাল আর কী হতে পারে?’
তবে পিকে কেও ছাপিয়ে গেল দঙ্গল। একসঙ্গে ৯ হাজার পর্দায় দেখানোর ব্যাপারটা অনেকের কাছেই বিস্ময় তৈরি করেছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন