ক্ষুদে গানরাজের ষষ্ঠ আসরে সেরার খেতাব অর্জন করেছে বরিশালের অংকন। পুরস্কারের হিসেবে তাকে পাঁচ লাখ টাকার চেক দেয়া হয়েছে। এছাড়াও অংকনকে দেয়া হয়েছে ১০ বছরের জন্য শিক্ষাবৃত্তি ও স্কুলজীবন শেষ হওয়া পর্যন্ত চিকিৎসাসেবার সনদ।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে গতকাল শুক্রবার আয়োজিত রিয়্যালিটি শোটির চূড়ান্ত পর্বে অংকন ছাড়াও অংশ নেয় প্রান্ত, ঐক্য, ঐশি, তিলোত্তমা, অথি ও ঈশিকা। বিচারক হিসেবে ছিলেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফেরদৌস আরা ও ব্যান্ডতারকা এসআই টুটুল। অতিথি বিচারক হিসেবে ছিলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী মিতালী মুখার্জী।
প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছে ঠাকুরগাঁওয়ের ঐক্য। পুরস্কার হিসেবে তাকে দেয়া হয় তিন লাখ টাকা। দ্বিতীয় রানার আপ চট্টগ্রামের ঐশিকে দেয়া হয়েছে দুই লাখ টাকা। তারাও পেয়েছে শিক্ষাবৃত্তি ও বিনামূল্যে চিকিৎসাসেবার সুযোগ।
বিডি প্রতিদিন/৬ মে, ২০১৭/ফারজানা