দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের মধ্যকার সম্পর্ক বেশ পুরোনো। তবে এবার সেই সম্পর্কে নাকি চিড় ধরা শুরু হয়েছে! পরিস্থিতি এতই খারাপ হয়ে গেছে যে দু’জনের মধ্যে কথাবার্তাও এখন বন্ধ!
বলিউডে কান পাতলে শোনা যায়, দীপিকা যখন ‘ট্রিপ্ল এক্স: রিটার্ন অফ জ্যান্ডার কেজ’এর শ্যুটিংয়ের জন্য দীর্ঘ সময় বিদেশে ব্যস্ত ছিলেন, তখন রণবীর সিংহ বেশ একা হয়ে পড়েছিলেন। একই সময় দীপিকা এবং ভিন ডিজেলকে নিয়ে বিদেশি মিডিয়ায় বহু গুজব ছড়িয়েছিল। এমনকী, এলেন ডিজেনারেসের শো’তে গিয়ে দীপিকা নিজেও স্বীকার করেছিলেন, ভিন ডিজেলের সন্তানদের মা হতে চান! দীপিকার প্রতি ভিনের দুর্বলতা নিয়েও নানা রকম কথা শোনা যাচ্ছিল সে সময়। সম্ভবত সে সব কারণেই কিছুটা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন রণবীর। মাঝে তো একবার ছবির সেট’এ গিয়ে হাজিরও হয়েছিলেন আচমকা।
শুধু নিরাপত্তহীনতাই নয়। একাকিত্বেও ভুগছিলেন রণবীর সিং। দু’জনের ব্রেকআপ নিয়ে নানা রকম গসিপ মাঝে মাঝেই চলতে থাকে ইন্ডাস্ট্রিতে। এরই একটি নতুন করে ২০১৭ সালকে বরণ করতে গত বছরের শেষে তাঁরা দু’জনে একসঙ্গে দুবাই গিয়েছিলেন। কিন্তু সেখান থেকে রণবীর যখন একাই ফিরে আসেন, গোটা বলিউড জুড়ে ফের ফিসফিসানি শুরু হয়, যে তাঁদের সম্পর্কে ভাঙন ধরেছে। শোনা যাচ্ছে, সেই সময় নাকি রণবীর অন্য নারীর প্রতি ঝুঁকেছিলেন। যদিও সেই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। কিন্তু সে কথা জানতে পেরেই বেজায় চটে গিয়েছেন দীপিকা! সেই কারণেই কথা কাটাকাটি হয়েছে দু’জনের মধ্যে। মনোমালিন্য বেড়ে এখন এমন অবস্থা, যে দু’জনে একে অপরকে রীতিমতো এড়িয়ে চলছেন।
বিডি-প্রতিদিন/০৭ মে, ২০১৭/মাহবুব