কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে বাহুবলী-২। মুক্তির পর সবথেকে কম সময়ে রেকর্ড গড়েছে ছবিটি। প্রথম সপ্তাহ শেষ হওয়ার আগেই তা দেশের অন্যতম ব্লকবাস্টার ছবির তকমা পেয়েছে। ভারতের সবচেয়ে ব্যবসা সফল এই সিনেমায় আলোচিত দুটি চরিত্র হল কাটাপ্পা ও শিবগামী। ছবিতে কাটাপ্পাকে রাজমাতার একান্ত অনুগত দেখা গেলেও সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও দেখলে তাদের সম্পর্ক নিয়ে আপনার ধারনা পাল্টে যাবে।
গত ২৯ এপ্রিল ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয়। ভিডিওতে দেখা যাচ্ছে কাটাপ্পার চরিত্রে অভিনয় করা সত্যরাজ ও রাজমাতা শিবগামীর চরিত্রে অভিনয় করা রম্যা কৃষ্ণন রোমান্স করছেন! আসল ঘটনা হলো, টিভির একটি বিজ্ঞাপনে সত্যরাজ ও রম্যাকে রাজা-রানির চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। তামিলনাড়ুর একটি বিখ্যাত কাপড়ের ব্র্যান্ডের জন্য এই বিজ্ঞাপন তৈরি করা হয়েছে। বিজ্ঞাপনে দেখানো হয়েছে– রাজা তার রানির মনের প্রতিটি কথা জানেন ও মানেন। রানি যা চান, তাই রাজা দেন। দেখুন সেই ভিডিওটি-
বিডি প্রতিদিন/৭ মে ২০১৭/হিমেল