ভারত সিনেমাপাড়া জুড়ে এখন ‘বাহুবলী ২: দ্যা কনক্লুশন’ এর চর্চা। শুধু ভারতেই নয়, বিদেশেও হলিউডি ছবির সঙ্গে রীতিমতো পাল্লা দিচ্ছে এস এস রাজামৌলির এই ছবি। বক্স অফিসে গড়ে চলেছে একের পর এক রেকর্ড। এরই মাঝে জানা গেল, হাই প্রোফাইল এই ছবিতে নাকি শ্রীদেবীরও অভিনয় করার কথা ছিল।
সূত্রমতে, পরিচালক এসএস রাজামৌলি প্রথমে শিবগামী চরিত্রটির জন্য শ্রীদেবীর সঙ্গে কথা বলেছিলেন। কিন্তু পারিশ্রমিক নিয়ে সমস্যা হওয়ায় সেই আলোচনার সেখানেই ইতি হয়। পারিশ্রমিক নিয়ে দুই পক্ষ একই অবস্থানে থাকার ফলে কথা আর বেশি দূর গড়ায়নি। জানা যায়, সেসময় শ্রীদেবীর হাতে ‘পুলি’ নামে একটি তামিল ছবির অফারও এসেছিল। শেষ পর্যন্ত ওই ছবিটিতেই অভিনয় করেন এই বলিউডকন্যা।
পরে, শ্রীদেবীর ওই চরিত্রে অভিনয় করেন দক্ষিণী অভিনেত্রী রাম্যা কৃষ্ণণ। তবে তাতেও কমতি ছিল না। রাম্যাও সবটুকু দিয়েই করেছেন ‘রানি মা’র চরিত্র।
বিডি-প্রতিদিন/০৮ মে, ২০১৭/ওয়াসিফ