শিক্ষাবিদ, সাহিত্যিক ও সংগঠক অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের কথা মানুষকে মন্ত্রমুগ্ধ করে রাখে। এবার থেকে তার সব বক্তব্য শোনা যাবে অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও।
সত্তরের দশকের শেষ দিকে অধ্যাপক আবু সায়ীদ প্রতিষ্ঠা করেন বিশ্বসাহিত্য কেন্দ্র। মূলত বই পড়া কর্মসূচির মাধ্যমে তিনি বাংলাদেশের হাজার হাজার স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করছেন।
১৯৬১ সালে শিক্ষকতা দিয়েই কর্মজীবন শুরু করেন। ১৯৭০ দশকে টিভি উপস্থাপক হিসেবে বেশ জনপ্রিয়তা অর্জন করেন। ১৯৭৮ সালে ‘আলোকিত মানুষ চাই’ স্লোগান নিয়ে প্রতিষ্ঠা করেন বিশ্বসাহিত্য কেন্দ্র।
১৯৯৮ সালে চালু করেন ভ্রাম্যমাণ লাইব্রেরি। ‘আলোকিত মানুষ চাই’— স্লোগানকে মূলমন্ত্র নির্ধারণ করে আলোর ইশকুল বিশ্বসাহিত্য কেন্দ্রের যে অভিযাত্রা তিনি শুরু করেছিলেন তা সারা দেশে ছড়িয়ে পড়েছে।
আলোকিত মানুষ গড়ার উদ্যোগ ও সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি, একুশে পদক, র্যামন ম্যাগসেসে, বাংলাদেশ বুক ক্লাব পুরস্কারসহ নানা সম্মাননায় ভূষিত হয়েছেন।
বিডি প্রতিদিন/২৪ অক্টোবর, ২০১৭/ফারজানা