ক্যাপিটাল এফএম ৯৪.৮ এর আজকের বিশেষ আয়োজনে লাইভ সঙ্গীত পরিবেশন করবেন সঙ্গীতশিল্পী হায়দার হোসেন। অনুষ্ঠানটি আজ রাত ৯টা থেকে শুরু হয়ে ১১টা পর্যন্ত চলবে।
এসময় হায়দার হোসেন নিজের জনপ্রিয় গানের পাশাপাশি কিছু আনরিলিজড গান পরিবেশন করবেন। এর মাঝে থাকছে রোহিঙ্গাদের নিয়ে একটি গান।
অনুষ্ঠান পরিচালনায় থাকবেন আরজে সায়েম এবং শাওন গানওয়ালা।
বিডি প্রতিদিন/২৮ অক্টোবর ২০১৭/হিমেল