বলিউড তারকা হৃত্বিক রোশনের 'কৃষ' ছবির সিক্যুয়েল মানেই আলাদা আকর্ষণ। এবার আসছে নতুন সিক্যুয়েল ‘কৃষ ৪’। প্রীতি জিনটা, প্রিয়াঙ্কা চোপড়া, কঙ্গনা রানাওয়াতের পর এবার নায়িকা বলিউডের বার্বি ডল ক্যাটরিনা কাইফকেই দেখা যাবে বলে বি টাউনে জোর গুঞ্জন শোনা যাচ্ছে।
'বিউটি উইথ ব্রেন' ক্যাট সুন্দরীকে খুব শীঘ্রই সালমান খানের সঙ্গে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে দেখা যাবে। এবার ‘কৃষ ৪’ ছবিতে নায়িকার ভূমিকায় ক্যাটরিনা কাইফকে দেখা যেতে পারে। যদিও সম্প্রতি ডিএনএ-কে দেওয়া সাক্ষাত্কারে বলিউড ডিভা ক্যাটরিনা জানান, ‘কৃষ ৪’ ছবির জন্য তাকে কোনও প্রস্তাব এখনও দেওয়া হয়নি। তিনিও এই বিষয়ে কোনও আলোচনা করেননি।
অনস্ক্রিন সুপার হিরোইনের চরিত্রে অভিনয় করতে চান কিনা এমন প্রশ্নের উত্তরে ক্যাটরিনা বলেন, ‘নিশ্চয়ই। সুপার হিরোইনের চরিত্রে অভিনয় করতে পারলে খুব ভালো লাগবে। আসলে কিছু কিছু চরিত্রে আমি বরাবরই অভিনয় করতে চাইতাম।’ এখন ‘কৃষ ৪’ ছবিতে ক্যাটরিনা কাইফ অভিনয় করবেন কিনা তা তো সময়ই বলবে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর