বলিউডের তারকা পরিচালক করণ জোহর ভারত অধিনায়ক বিরাট কোহলির অভিনয়ের বেশ প্রশংসা করলেন। তিনি জানান, "বিরাট কোহলি একজন অসাধারণ অভিনেতা"। পাঞ্জাবির বিজ্ঞাপনে ভারত অধিনায়কের অভিনয় দেখে এমন অভিমতই জানিয়েছেন করণ যোহর।
টাইমস অব ইন্ডিয়া তাদের একটি প্রতিবেদনে দাবি করেছে, কোহলির অভিনয়ে করণ এতটাই মুগ্ধ যে তার পরবর্তী ছবিতে নায়ক হিসাবে ভারত অধিনায়ককেই চান তিনি।
সম্প্রতি একটি পোশাক প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনে একই সঙ্গে দেখা গেছে বলিউড ডিভা আনুশকা শর্মা এবং বিরাট কোহলিকে। এই বিজ্ঞাপন অভূতপূর্ব প্রশংসা প্রাপ্তির পর সংবাদমাধ্যমে বিরাট-আনুশকা জুটির বিয়ে নিয়েও শুরু হয় জল্পনা। এরই মধ্যে কোহলির অভিনয়ের প্রশংসা করে আরও এক জল্পনার জন্ম দিলেন পরিচালক এবং ছবি নির্মাতা করণ জোহর।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর