দীপিকা-রণবীরের রাম লীলা ও বাজিরাও মাস্তানি ছবির পর এবার মুক্তি পেতে যাচ্ছে পদ্মাবতী। ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত এ সিনেমায় রণবীরের চরিত্র বেশ চমকপ্রদ। আগের সিনেমাগুলোতে দীপিকার সঙ্গে তার অন্তরঙ্গদৃশ্যের রসায়ন থাকলেও পদ্মাবতী তা কতটুকু দেখা যাবে তা নিয়ে সংশয় রয়েছে। আর এ নিয়ে মুখ খুলেছেন রণবীর সিং।
এ প্রসঙ্গে রণবীর বলেন, ‘পদ্মাবতী-তে দীপিকার সঙ্গে আমার কোনো দৃশ্য নেই। তবে সবাই তার খুব প্রশংসা করছেন কিন্তু আমি একটি দৃশ্যও দেখিনি কারণ তার সঙ্গে আমি কোনো শুটিং করিনি।’
তিনি আরো বলেন, ‘বাজিরাও মাস্তানি’র অভিজ্ঞতা ছিল অসাধারণ। পর্দায় দীপিকার উপস্থিতিও বেশি ছিল। সে এমন একজন যার স্টাইল আমি খুব পছন্দ করি এবং শেখার চেষ্টা করি। একজন পারফর্মার হিসেবে সে খুব সহজে এমন কিছু কাজ করে যা আমার মধ্যে প্রাকৃতিকভাবে আসে না। দীপিকার সঙ্গে আমার রসায়নটা চমৎকার এবং আমি মনে করি, এটি বিশ্বাস থেকে তৈরি হয়েছে। আমি তাকে বিশ্বাস করি এবং সে আমাকে বিশ্বাস করে, এতে করে আমরা পারফর্মার হিসেবে কোনো বাধা ছাড়াই চলতে পারি।’
আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে পদ্মাবতী সিনেমাটি। এটি পরিচালনা করছেন সঞ্জয় লীলা বানসালি। এতে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন ছাড়াও অভিনয় করছেন শহিদ কাপুর, অদিতি রাও হায়দারি, রাজা মুরাদ প্রমুখ।
বিডিপ্রতিদিন/ ২৯ অক্টোবর, ২০১৭/ ই জাহান