আত্মজীবনীতে নারীদের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক নিয়ে লিখেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। বলিউডে অভিনেতা তার 'এ অর্ডিনারি লাইফ' বইটিতে বিশেষ করে দুই নারীর নাম উল্লেখ করেছেন। একজন তার প্রথম প্রেমিকা সুনীতা রাজওয়ার, আরেকজন সাবেক মিস ইন্ডিয়া নীহারিকা সিং।
নওয়াজ লিখেছেন, তার দুর্ভাগ্যের জন্যই তাকে ছেড়ে যায় প্রথম প্রেমিকা সুনীতা। সম্পর্কছেদ হওয়ায় তিনি হতাশায় ভেঙে পড়েন। সুনীতা তাকে নিজের ক্যারিয়ারের ওপর মনোযোগ দেয়ারও পরামর্শ দেয়।
কিন্তু দীর্ঘ এক বিবৃতিতে এমন বক্তব্যের জন্য নওয়াজকে মিথ্যাবাদী বলেছেন সুনীতা। ফেসবুকে দেয়া এক পোস্টে সুনীতা লিখেছেন, 'নওয়াজের দুর্ভাগ্যের জন্য নয়, তার নিম্ন রুচির জন্যই আমি তার সঙ্গে বিচ্ছেদ ঘটিয়েছি। সে আমার সঙ্গে তার অন্তরঙ্গ সম্পর্কের বিষয়গুলো নিয়ে সবসময় বন্ধুদের সঙ্গে আলোচনা করতো, হাসাহাসি করতো। সে এমন পুরুষ যে নারীদের সম্মান করতে জানে না।' সূত্র : বলিউড লাইফ
বিডি প্রতিদিন/২৯ অক্টোবর, ২০১৭/ফারজানা