আগামী ৯ নভেম্বর থেকে রাজধানীর আর্মি স্টেডিয়ামে তিন দিনব্যাপী লোকসংগীতের আসর বসবে। উপমহাদেশের সবচেয়ে বড় লোকসংগীতের আসর ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ২০১৭’-তে এবার মঞ্চ মাতাবেন দেশ ও বিদেশের প্রায় ১৪০ শিল্পী। আজ সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফোক ফেস্টের আয়োজক প্রতিষ্ঠান সান কমিউনিকেশনের চেয়ারম্যান ও স্কয়ার টয়লেট্রিজ, ফুড অ্যান্ড বেভারেজ ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।
এদিকে প্রতিবারের মতো এবারও দর্শকরা বিনামূল্যে শুধু অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে উৎসবে অংশ নিতে পারবেন। www.dhakainternationalfolkfest.com ঠিকানায় রেজ্রিস্টশন চলবে ১ থেকে ৫ নভেম্বর পর্যন্ত। অনুষ্ঠানটি প্রতিদিন সন্ধ্যা ৬টায় অনুষ্ঠান শুরু হয়ে চলবে রাত দেড়টা পর্যন্ত।
বিডি প্রতিদিন/২৯ অক্টোবর ২০১৭/হিমেল