প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে মাথায় নিয়ে 'ডুব' দেখতে না যাওয়ার জন্য দর্শকদের প্রতি আহ্বান জানিয়েছেন ছবিটির নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
ভারতের জনপ্রিয় বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটাই জানিয়েছেন।
দীর্ঘ সাক্ষাৎকারের এক পর্যায়ে একটি প্রশ্নের জবাবে ফারুকী বলেন, এই ছবিটি (ডুব) দেখতে আসার আগে হুমায়ূন আহমেদকে মাথা থেকে সরিয়ে ফেলুন। দেখার পর যদি কিছু মনে হয় তাতে আমার কিছু করার নেই। কিন্তু হুমায়ূন আহমেদকে মাথায় করে ‘ডুব’ দেখতে এলে অনেক কিছু মিস করবেন। অনেক নীরব মুহূর্ত মিস করবেন, অনেক অসহায়ত্ব মিস করবেন।
বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর, ২০১৭/মাহবুব