মিয়ানমারের রাখাইন রাজ্যে সর্বশেষ নির্যাতনের মুখে পড়ে প্রায় ৬ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। তাদের এই করুণ অবস্থা দেখে মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের কক্সবাজারের উখিয়া ও টেকনাফে ক্যাম্প বানিয়ে আশ্রয় দেওয়া হয়েছে।
তবে দূর থেকে দেখে যারা ভেবেছিলেন, সেখানে লেখা হচ্ছে শুধুই অমানবিকতার গল্প-তা এবার ভুল প্রমাণ হতে চলেছে। কারণ শুধু জীবন বাঁচাতেই নয়, জীবননাশী ইয়াবার চালান নিয়ে ঢুকছে চোরাচালানে জড়িত রোহিঙ্গারা। তাই উখিয়ায় উদ্বাস্তু ক্যাম্পে দিনে দিনে বাড়ছে জমজমাট ইয়াবার ব্যবসা। এরপর তা ছড়িয়ে পড়ছে সারাদেশে।
ভিডিও :
বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর, ২০১৭/মাহবুব