বলিউডের অ্যাওয়ার্ডগুলোকে বিশ্বের সবচেয়ে বড় কৌতুক হিসেবে দাবি করেছেন অভিনেতা সাইফ আলী খান।যদিও সাইফ নিজেই প্রচুর অ্যাওয়ার্ড শোতে অংশগ্রহণ করেছেন।অ্যাওয়ার্ড যত না পেয়েছেন তাঁর থেকে বেশি সঞ্চালনা করেছেন।তাঁর ও শাহরুখের সঞ্চালনার ধরন বেশ জনপ্রিয়ও।
সম্প্রতি এক ভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে সাইফ জানান, এ সবই নকল। যে কেউ বলিউডে অ্যাওয়ার্ডের ঘোষণা করে দেয়। তারপর নিজের ইচ্ছামতো ক্যাটাগরি তৈরি করে পুরস্কার দেওয়ার পালা চলে। সঞ্চালকদের বেকার কিছু জোকস বলতে হয়। যেগুলো শোনে কেউ হাসে না। অথচ এই দৃশ্যগুলিই এডিট করে টেলিভিশনে এমনভাবে দেখানো হয় যেন দর্শকরা হেসে লুটিয়ে পড়ছেন। এই বিষয়টি বেশ হতাশাজনক বলে মনে করেন সাইফ।
এর আগে অ্যাওয়ার্ডের মঞ্চে করণ-বরুণের সঙ্গে ‘নেপোটিজম’ উপহাসেও শামিল হয়েছিলেন তিনি। পরে অবশ্য ক্ষমাও চেয়ে নিয়েছিলেন। কিন্তু ততদিনে যা হওয়ার হয়ে গিয়েছে। বিতর্কের রেশ বহু দূর গড়িয়েছে।
বিডিপ্রতিদিন/ ৩০ নভেম্বর, ২০১৭/ ই জাহান