শুক্রবার মুক্তি পাচ্ছে কমেডিয়ান কপিল শর্মার নতুন ছবি ‘ফিরাঙ্গি’। রাজীব ধিঙ্গরা পরিচালিত এই ছবিতে এক কৃষকের চরিত্রে অভিনয় করেছেন কপিল। তার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী ঈশিতা দত্ত।
২০১৫ সালে ‘কিস কিসকো পেয়ার করু’র মাধ্যমে বলিউডে ডেবিউ করেন কপিল। ‘ফিরাঙ্গি’ তার দ্বিতীয় ছবি। পাশাপাশি এই ছবির প্রযোজকও তিনি। ফলে এই প্রজেক্ট কেরিয়ারে কতটা গুরুত্বপূর্ণ? কপিল শেয়ার করলেন, ‘‘দেখুন, যে কোনও কাজই আমি পরিশ্রম করে করি। ফলে আমার কাছে সব কাজই গুরুত্বপূর্ণ।’’
গত কয়েক মাস ধরে সুনীল গ্রোভারের সঙ্গে প্রকাশ্যে বিবাদের কারণে শিরোনামে ছিলেন কপিল। তার জনপ্রিয় শো 'দ্য কপিল শর্মা শো" বন্ধ হয়ে গেছে। তবে সে ব্যপারে এই মুহূর্তে কথা বলতে চান না তিনি। কিন্তু এত রকম খবরে দর্শকরা ‘ফিরাঙ্গি’ দেখতে সিনেমা হলে যাবেন কিনা এমন প্রশ্নের জবাবে কপিল সোজাসুজি বললেন, ‘‘আমার বাড়িতে কি আরডিএক্স পাওয়া গিয়েছে? কী এমন প্রভাব পড়বে? আমি তো কোনও নেগেটিভ প্রভাবের কথা ভাবছি না।’’
কপিলের এক সময়ের পরম বন্ধু হিসেবে পরিচিত সুনীল গ্রোভারকে কি নিজের ছবির প্রিমিয়ারে আমন্ত্রণ করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে কপিল বলেন, ‘‘আপনারা কেন যে পুরনো ইস্যু নিয়ে কথা বলেন! সবাইকে যেমন ডেকেছি, ওকেও বলেছি। তবে ও মুম্বাইতে নেই, ফলে আসবে না।’’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর