রুবেলের পর এবার রিজওয়ান। অভিনেত্রী দেবপর্ণার অকথ্য অত্যাচারের শিকার এবার অভিনেতা রিজওয়ান রাব্বানি শেখ। তিনিও সুন্দরীর কোমল হাতের চড় খেলেন। ঠাট্টা নয়, টেলি অভিনেতার আচরণে ক্ষেপে গিয়েই এই কাণ্ডটা করেছেন অভিনেত্রী।
আসলে নেটিজেনরা অনেকেই জানেন, অভিনেত্রী দেবপর্ণা হলেন মিউজিকালি অ্যাপের বড় ভক্ত। মাঝেমধ্যেই তিনি সহ-অভিনেতাদের সঙ্গে ফানি ভিডিও তুলে আপলোড করেন ইনস্টাগ্রামে। এরইমধ্যে ছোট্ট এক ক্লিপে দেখা যাচ্ছে, এই টেলি তারকা কারও জন্য অপেক্ষা করছেন এবং হঠাৎ করে রিজওয়ান তার জন্য একটি বলিউডি গান করতে করতে পাশে এসে দাঁড়ায়। নায়িকা ক্ষেপে গিয়ে সজোরে একটা থাপ্পড় মেরে চলে যায়।
অতঃপর অভিনেতা কাঁদো কাঁদো মুখে গালে হাত দিয়ে গানটি করে। তাদের এমন কাণ্ড দেখে হেসে খুন নেটিজনেরা। যার জেরে ভাইরাল হয়েছে ভিডিওটি। টেলিপর্দার বাইরে দু'জনে যে বেশ ভালো বন্ধু তা ইন্ডাস্ট্রির অনেকেই জানেন।
সম্প্রতি কোন একটি শুটিংয়ের সময় এই দুই অভিনেতা মেক-আপ রূমে একসঙ্গে দেখা হয়। সেই সময়ই এই কাজটি করেন দুজনে।
বিডি প্রতিদিন/২৬ মে ২০১৮/আরাফাত