শিশু ও পারিবারিক টেলিভিশন চ্যানেল ‘দুরন্ত’ আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে নতুন নতুন অনুষ্ঠান সম্প্রচার করে আসছে। চ্যানেলটি এবার দর্শকদের জন্য নিয়ে আসছে আরও কিছু ধারাবাহিক ও পাপেট সিরিজ।
আগামী ১৫ জুলাই থেকে দুরন্ত টেলিভিশনে সম্প্রচার শুরু হবে নতুন ধারাবাহিক ‘শহর থেকে দূরে’ ও ‘পঞ্চভুজ’ এবং জনপ্রিয় পাপেট সিরিজ ‘খাট্টা মিঠা’র নতুন মৌসুম।
চ্যানেলের পক্ষে সাদ্দাম সিকদার জানান, সবার অকৃত্রিম সাহায্য-সহযোগিতা আমাদের জন্য অনুপ্রেরণা। শিশু ও পারিবারিক এই টেলিভিশনটি এখন সবার ভালোবাসায় শীর্ষে অবস্থান করছে। আশা করছি, নতুন ধারাবাহিক ‘শহর থেকে দূরে’ ও ‘পঞ্চভুজ’ এবং পাপেট সিরিজ ‘খাট্টা মিঠা’ সবার নিকট বরাবরের মতোই গ্রহণযোগ্যতা পাবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার