বৈশাখী টিভিতে আগামীকাল মঙ্গলবার দেখানো হবে তিনটি ধারাবাহিক। এগুলো হল ‘নগর জোনাকি’, ‘ছায়াবিবি’ ও ‘রসের হাঁড়ি’।
মঙ্গলবার রাত ৮টায় প্রচারিত হবে মাসুদ মহিউদ্দিন পরিচালিত ধারাবাহিক নাটক ‘নগর জোনাকি’। এতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, তনিমা আহমেদ, জাহিদ হোসেন শোভন, নুসরাত তিশা, ইন্তেখাব দিনার, নিলয় আলমগীর, জেনি, ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ।
রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ধারাবাহিক নাটক ‘রসের হাঁড়ি’। এতে অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, সিদ্দিক, আ খ ম হাসান, অহনা, নাবিলা, ডা. এজাজ, শামীমা নাজনীন, সাঈদ বাবু, অলিউল হক রুমি, নাজিরা মৌ, অরিন, সানজিদা তন্বি, আকাশ রঞ্জন প্রমুখ।
মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটেয় প্রচারিত হবে 'ছায়াবিবি'। সাজ্জাদ হোসেন দোদুলের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, কাজী রাজু, মুনিরা মিঠু, লুৎফর রহমান জর্জ, আ খ ম হাসান, সিদ্দিকুর রহমান, আরফান আহমেদ, অহনা, হোমায়রা হিমু, বাবর, আলবী, মুরাদ পারভেজ প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা