এ পর্যন্ত বেশ কয়েকটি ছবিতে সাইমন-পরীমণির রসায়ন দেখা গেছে। এ ধারাবাহিকতায় চলছে শফিক হাসান পরিচালিত 'বাহাদুরি' ছবির শ্যুটিং। ইতিমধ্যে ছবির ৯০ ভাগ কাজ শেষ। বাকি রয়েছে দুটি গান ও কয়েকটি দৃশ্যের শ্যুটিং। নরসিংদীর একটি স্পটে এখন ছবিটির গানের শ্যুটিং চলছে যাতে অংশ নিয়েছেন সাইমন-পরীমণি।
রোমান্টিক ঘরানার 'বাহাদুরি' ছবিতে আরও অভিনয় করেছেন জায়েদ খান ও নবাগত মৌ খান। ছবিতে তাদের অংশের শ্যুটিং প্রায় শেষ।
ছবির পরিচালক শফিক হাসান বলেন, আমার ছবির কাজ প্রায় শেষ। দুটি গান ও টুকটাক কিছু দৃশ্যের শ্যুটিং বাকি আছে। ৪/৫ দিনে সব কাজ শেষ হয়ে যাবে বলে আশা করছি। এরপরপরই ডাবিং শুরু করবো।
বিডি প্রতিদিন/ফারজানা