তার কোনও ধারণা ছিল না যে, পাকিস্তানও রকেট ওড়াতে পারে। সম্প্রতি এভাবেই পাকিস্তানকে একহাত নিলেন বলিউড অভিনেতা আরশাদ ওয়ারসি। যা নিয়ে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তোলপাড়।
সম্প্রতি জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্ক দা-কুমড়া। এসবের মধ্যেই ভারতের চন্দ্রযান-২ নিয়ে বিতক্রিত মন্তব্য করতে শুরু করে পাকিস্তান। যা নিয়ে দুই দেশের নেটিজেনদের মধ্যে জোর বিতর্ক শুরু হয়ে যায়।
ভারতের চন্দ্রযান-২ নিয়ে অভিনেতা আরশাদ ওয়ারসি একটি টুইট করেছেন। যা নিয়ে শুরু হয়েছে বির্তক।
অভিনেতা আরশাদ ওয়ারসি'র টুইটে দেখা যায়, সবুজ এবং কমলা রঙের একটি ফানুস উড়াচ্ছেন বেশ কিছু মানুষ। যা দেখে আরশাদ মন্তব্য করেন, পাকিস্তানও যে রকেট উড়াতে পারে, সে বিষয়ে কোনও ধারণা ছিল না তার।
বলিউড অভিনেতার ওই টুইট দেখার পর থেকেই নেটিজেনদের একাংশের মধ্যে হাসির রোল পড়ে। তবে বলিউড অভিনেতার ওই টুইট দেখে বেজায় চটে যায় পাকিস্তানিরা। আরশাদ ওয়ারসি কীভাবে এই ধরনের মন্তব্য করলেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকেই।
বিডি প্রতিদিন/আরাফাত