অভিনেতা ফারহান আখতারকে সঙ্গে নিয়ে ব্যাংক লুট করার ঘোষণা দিয়েছেন বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া। তবে এই ঘোষণায় উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কারণ সত্যি সত্যি এমন অপরাধে জড়াচ্ছেন না প্রিয়াঙ্কা।
সম্প্রতি মুক্তি পেয়েছে ফারহান আখতার, প্রিয়াঙ্কা চোপড়া এবং জাইরা ওয়াসিম অভিনীত ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এর ট্রেলার।
সেই ট্রেলারে ফারহানের সঙ্গে কথোপকথনে প্রিয়াঙ্কাকে বলতে শোনা যাচ্ছে, আয়েশা (জাইরা ওয়াসিম) একবার সুস্থ হয়ে উঠুক, তার পর আমরা দু’জনে মিলে (প্রিয়াঙ্কা এবং ফারহান) ব্যাংক লুট করব।
আর প্রিয়াঙ্কার ওই ডায়লগের পরিপ্রেক্ষিতেই মুম্বাই পুলিশের মজার টুইট, ‘করে দেখুন না, ভারতীয় দণ্ডবিধির ৩৯৩ ধারা অনুযায়ী সাত বছরের জেল হতে পারে কিন্তু। মুম্বাই পুলিশের ওই মজার টুইট রাতারাতি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায়।
প্রিয়াঙ্কাও অবশ্য কম যান না। নিজের টুইটার থেকে মুম্বাই পুলিশের ওই টুইটের উল্লেখ করে তার পাল্টা জবাব, ‘একেবারে হাতেনাতে ধরা পড়ে গিয়েছি। সময় এসেছে এই প্ল্যানটা বাদ দিয়ে প্ল্যান বি-র পরিকল্পনা করার।”
মুম্বাই পুলিশের ওই টুইটকে মজার ছলে নেওয়ার জন্য প্রিয়াঙ্কাও প্রশংসিত হয়েছেন নেটিজেনদের কাছে।
মঙ্গলবার সোনালি বসু পরিচালিত ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এর ট্রেলার মুক্তি পেয়েছে। ছবিতে জাইরার বাবা-মায়ের চরিত্রে দেখা যাবে ফারহান এবং প্রিয়াঙ্কাকে। সব কিছু ঠিক থাকলে অক্টোবরের ১১ তারিখ বড় পর্দায় আসবে ওই ছবি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন