২৫ নভেম্বর, ২০২০ ১২:৩২

প্রথমবারের মতো গ্র্যামিতে মনোনীত হয়ে বিটিএসের রেকর্ড

অনলাইন ডেস্ক

প্রথমবারের মতো গ্র্যামিতে মনোনীত হয়ে বিটিএসের রেকর্ড

কোরিয়ান পপ দল বিটিএস বিশ্বের ছেলেদের সেরা ব্যান্ডগুলোর একটি। গ্র্যামি অ্যাওয়ার্ডের আসরে প্রথমবারের মতো মনোনয়ন পেয়ে ইতিহাস গড়েছে তারা। মঙ্গলবার ৬৩তম গ্র্যামির মনোনয়ন ঘোষণা করা হয়। এতে আলোচিত 'ডায়নামাইট' গানটির জন্য এ মনোনয়ন পেয়েছে বিটিএস।

সেরা পপ দ্বৈত বা দলগত পারফর্মেন্স ক্যাটাগরিতে বিটিএস এ মনোনয়ন পেয়েছে। একই ক্যাটাগরিতে আরও মনোনয়ন পেয়েছে লেডি গাগা ও আরিয়ানা গ্রান্ডে, টেইলর সুইফট ও বন আইভার, জাস্টিন বিবার ও কোয়াবো। আগামী ৩১ জানুয়ারি বিজয়ী হাতের পুরস্কার তুলে দেওয়া হবে। 

গতবছর গ্র্যামির আসরে উপস্থিত হয়েছিলেন বিটিএসের সদস্যরা। সেসময় তারা গ্র্যামি জেতার ইচ্ছের কথাও গোপন রাখেননি। মঙ্গলবার এ বছর ৮৩ ক্যাটাগরিতে মনোনয়ন ঘোষণার অনুষ্ঠান সরাসরি দেখছিলেন বিটিএস এর চার সদস্য। নিজেদের ব্যান্ড দলের নাম ঘোষণার পরই তারা আন্দন্দে লাফিয়ে উঠেন। সেই ভিডিও আবার পোস্ট করা হয়েছে টুইটারে। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর