ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য শাসকদল তৃণমূলে অভিনেত্রী সায়নী ঘোষ যোগ দেওয়ায় কটাক্ষ করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
সায়নীর তৃণমূলে যোগ দেওয়ার খবরের লিঙ্ক ফেসবুকে শেয়ার করে শ্রীলেখা লিখেছেন, ‘এটা আশা করিনি সায়নী, তুইও বিক্রি হয়ে গেলি, খেলতে নেমে গেলি? খুবই দুঃখজনক।’
বুধবার হুগলী জেলার ডানলপের মাঠে সভা করেন মমতা ব্যানার্জি। সেই মঞ্চ থেকেই সায়নী ঘোষ তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। সায়নীর পাশাপাশি অভিনেত্রী জুন মালিয়া, সুদেষ্ণা ঘোষ, মানালি দে এদিন তৃণমূলে যোগদান করেন। এছাড়াও অভিনেতা কাঞ্চন মল্লিকও এদিন ঘাস ফুলে পতাকা তুলে নিয়েছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন