করোনায় আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান বলিউড অভিনেতা পরেশ রাওয়াল। টুইট করে নিজেই জানালেন সে কথা। জানা গেছে, তিন সপ্তাহ আগে এই অভিনেতা প্রথম দফার করোনার টিকা নিয়েছিলেন।
গোট ৯ মার্চ নিজের একটি ছবি পোস্ট করেছিলেন পরেশ রাওয়াল। ছবিতে দেখা গিয়েছিল, টিকা নিতে হাসপাতালে গিয়েছেন অভিনেতা। পাশে দাঁড়িয়ে এক স্বাস্থ্যকর্মী। ছবির ক্যাপশনে লিখেছিলেন, ‘ভি ফর ভ্যাকসিন।’ ভারতের স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের মতো কোভিড-১৯ যোদ্ধাদের এবং দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদও জানিয়েছিলেন সেই পোস্টেই।
এরপর গত শুক্রবার (২৫ মার্চ) রাতে জানা গেল, সেই অভিনেতা করোনার কবলে পড়লেন। টুইট করে পরেশ রাওয়াল জানান, দুর্ভাগ্যবশত করোনায় আক্রান্ত হয়েছি। গত ১০ দিনে যারা আমার সংস্পর্শে এসেছেন, তাদের অনুরোধ করছি, করোনার পরীক্ষা করিয়ে নিন।
এদিকে, পরেশ রাওয়াল করোনা আক্রান্ত হওয়ার পর দ্রুত তাঁর আরোগ্য কামনা করেছেন অনুপম খের, রণবীর শোরে, রাহুল ঢোলাকিয়া।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত