করোনায় আক্রান্ত অভিনেতা ও নির্মাতা গাজী রাকায়েতের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আজ বুধবার তিনি রাজধানীর শমরিতা হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে, নির্মাতা চয়নিকা চৌধুরী করোনা আক্রান্ত হয়ে বাসাতে আইসোলেশনে আছেন।
গাজী রাকায়েতের বর্তমান অবস্থা নিয়ে ছোটপর্দার নির্মাতাদের সংগঠন ডিরেক্টর’স গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর গণমাধ্যমকে বলেন, ‘রাকায়েত ভাই গত সপ্তাহে তিনি করোনা আক্রান্ত হন। প্রথমে তিনি বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। প্রথম দিকে তার শারীরিক অবস্থা ভালো ছিল। কিন্তু এরই মধ্যে তার ফুসফুস ২০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই তিনি চিকিৎসকের পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এখনো তার অক্সিজেন লাগছে না। সবার দোয়া করবেন।’
এদিকে,গত ৫ এপ্রিল করোনা আক্রান্ত হয়েছেন নাট্য ও চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরী। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে চয়নিকা চৌধুরী বলেন, ‘এখন শুধু সর্দি আছে। এছাড়া জ্বর, কাশি, মাথা ব্যথা বা শ্বাস কষ্ট নেই। সবাই আমার জন্য দোয়া করবেন।’
তিনি আরও জানান, গত সোমবার পজিটিভ রিপোর্ট হাতে পেয়েছি। আগামীকাল বৃহস্পতিবার চেস্টের সিটি স্ক্যান করাবো। এরপর চিকিৎসক যা বলেন তাই করতে হবে।
বিডি-প্রতিদিন/শফিক