প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় আসছেন সারা আলী খান ও তার মা অমৃতা সিং। একটি বিজ্ঞাপণে একসঙ্গে কাজ করেছেন মা-মেয়ে। ব্যাপক জনপ্রিয়তা থাকায় বেশ কিছু পণ্যের মডেল সারা। এবার একটি বিজ্ঞাপণে সারার সঙ্গে দেখা যাবে এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী অমৃতা সিংকেও।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন সারা। এতে দেখা যাচ্ছে, সারার মাথা ম্যাসাজ করে দিচ্ছেন মা অমৃতা। একটি হেয়ার কেয়ার ব্র্যান্ডের বিজ্ঞাপনে দেখা যাবে তাদের।
ভারতের বিনোদননির্ভর ওয়েবসাইট স্পটবয় জানিয়েছে, মা-মেয়েকে বিজ্ঞাপণের প্রচারণায় দেখা যাবে একসঙ্গে। এর মাধ্যমে ৩০ বছর পর মেয়ের হাত ধরে কোনো পণ্যের প্রচারণায় নামছেন তিনি। মাঝে মধ্যে ছবিতে দেখা গেলেও অমৃতা বহু বছর কোনো পণ্যের প্রচারণা করেননি বলে জানিয়েছে স্পটবয়।
বিডি প্রতিদিন/ফারজানা