বলিউডের আলোচিত প্রেমিক যুগল ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলকে নিয়ে প্রতিদিনই নতুন নতুন খবর খবর ছড়াচ্ছে। তাদের বিয়ে নিয়ে নানা রকম কানাঘুষা। তবে আলোচনার ইতি টেনে দিলেন ভিকি কৌশলের কাজিন (বোন) উপাসনা বোরা।
সম্প্রতি এক সংবাদমাধ্যমে তিনি দাবি করেছেন, ‘ভিক্যাট’র বিয়ের খবর মিথ্য। সংবাদমাধ্যম ভিকি ও ক্যাটরিনার বিয়ের ভুয়া খবর রটাচ্ছে। সত্যিই যদি বিয়ে হয়, আমরা নিজেই জানাবো। আমি ভিকির সঙ্গে কথা বলেছি। আমার ভাই জানিয়েছে, ও এই মুহূর্তে বিয়ে করছে না।
এদিকে, বিয়ে নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি ক্যাটরিনা ও ভিকির কেউই। তবে শোনা যাচ্ছে, ডিসেম্বরের শুরুতেই রাজস্থানে ধুমধাম করে বিয়ের হবে তাদের। তার আগেই হবে আইনি বিয়ে। তবে এসবই কি মিথ্যা? তা জানতে এখন সময়ের অপক্ষো।
সূত্র : আনন্দবাজার পত্রিকা।
বিডি-প্রতিদিন/শফিক