নতুন বছরে প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মিউজিকের ব্যানারে মুক্তি পেয়েছে নতুন মিউজিক ভিডিও ‘কতদিন তুমি আমি’। গানটিতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন তারান্নুম আফরীন ও এসকে শানু। গানটির কথা ও সুর এসকে শানুর। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটুর।
এর আগে এই দুই শিল্পীর কণ্ঠে ‘চাইছে তোকে মন’ গানটি জনপ্রিয়তা পেয়েছিল। ‘কতদিন তুমি আমি’ গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন আলিফ, কবিতা ও শারমীন। গানের ভিডিও নির্মাণ করেছেন এমএইচ রিজভী।
নতুন গান প্রসঙ্গে প্রবাসী কণ্ঠশিল্পী ও বিজ্ঞানী তারান্নুম আফরীন বলেন, ‘এসকে শানুর সঙ্গে এটা দ্বিতীয় কাজ। তার সুরের মধ্যে একটা অন্যরকম মায়া আছে। আমি শ্রোতাদের ভালোবেসে তাদের জন্য গান করি তাদের ভালো লাগলেই স্বার্থকতা।’
এই গান প্রসঙ্গে এসকে শানু বলেন, ‘তারান্নুম আপু অসম্ভব ভালো একজন কণ্ঠশিল্পী। তার সঙ্গে কাজ করে অন্যরকম আনন্দ পাই। এই গানেও তেমনটাই হয়েছে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’
বিডি প্রতিদিন/ফারজানা
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        